আড়াইহাজারজেলা/উপজেলানারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জ

খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি কামনায় না’গঞ্জ জেলা তাঁতী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি কামনায় না’গঞ্জ জেলা তাঁতী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন ইসদাইর (বুড়ির দোকান) এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল’র সভাপতিত্বে ও-ই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মোঃ মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ মজিবুর রহমান তার বক্তব্যে বলেন- আজ শুধু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়। আজকে পুরো বাংলাদেশ অসুস্থ। আজ আমরা যদি উনাকে এভাবে হারিয়ে ফেলি, তা-হলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে, তারা বিজয়ী হয়ে যাবে। তা-ই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ আপনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন।

প্রধান বক্তা মশিউর রহমান তার বক্তব্যে রনি বলেন- আপনাদের নিকট আমার অনুরোধ, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং তাহাজ্জুদ নামাজের সময় আমার মা, মাটি ও মানুষের নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ্ পাক যেনো তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে, আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশের জনগণের জন্য তাকে ফিরিয়ে দেন এবং উন্নয়নের জন্য তাকে ফিরিয়ে দেন।

ও-ই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান উজ্জল বলেন- বেগম জিয়া শুধু জিয়া পরিবারের নয়। তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। তিনি গুরুতর অসুস্থ হয়ে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা আশা করি দেশের মানুষের দোয়ায়, তিনি অচিরেই সুস্থ্য হয়ে উঠবেন।

এসময় দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়া’র শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সে-ই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

ও-ই আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর, সাধারণ সম্পাদক সালমান রহমান রুবেল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, যুব দল নেতা হাসান ইমাম সম্রাট, ছাত্র দল নেতা মেহেদী হাসান দোলন সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close