অপরাধফতুল্লা

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরী বিমান বন্দরে গ্রেপ্তার

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সম্প্রতি চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আইনের আওতায় আনা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। তিনি জানান, রিয়াদ চৌধুরীকে চাঁদাবাজির একটি মামলায় বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জে আছেন। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

একই সময়ে, বিএনপি দলীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। দলীয় নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে, বিএনপি রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলার গুরুত্ব এবং দলের নীতির প্রতি আপসহীন থাকার বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফতুল্লার একজন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে হুমকির অভিযোগের সূত্রে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নাম উঠে আসে। এই অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close