জাতীয়

অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

ছাত্র-জনতার বিপ্লবের মাস না পেরুতেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করার জন্য পতিত স্বৈরাচার বিদেশে বসে তার দেশীয় এবং আন্তর্জাতিক সেবাদাসদের নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি, প্রতিবিপ্লব, মিডিয়া ক্যু, জনপ্রশাসনে নৈরাজ্যসহ নানা ষড়যন্ত্র করে বাংলাদেশে নতুন নির্বাচনের পথে বাঁধাসৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামে আয়োজিত দলের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, জনগণ, ছাত্র-জনতা ও রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে এই চক্রান্ত প্রতিহত করতে মাঠে আছে।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার ছাত্র জনতার বিপ্লবে হাজারো শহীদদের স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি সুষ্ঠু নির্বাচন করতে সর্বনিম্ন যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।

সমাবেশে জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close