নির্বাচনী হালচালবন্দর

মুছাপুর উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বন্দরের মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। শুকবার (৫ জুলাই) বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়ন পত্র বাছাই শেষে বৈধ ঘোষণাকৃত ৪ জন প্রার্থীরা হলেন, বন্দর উপজেলার চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হোসেন ও স্ত্রী নারগিস আক্তার, ইসমাইল হোসেন ও বারপারা এলাকার ব্যবসায়ী আলী হোসেন।

এর আগে ৪ জুলাই ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিনে ৬ জন সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য্য করে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই আপিলের শেষদিন। ৯ জুলাই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিন এবং ১১ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব শেষ ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close