জাতীয়সাহিত্য

১১ ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। ১১ ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ বিশিষ্ট নাগরিক।

বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৫ই ফেব্রুয়ারি বিকালে পুরস্কার তুলে দেন সংস্কৃতি  বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন-
•    কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ
•    কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী
•    প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন
•    অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী
•    নাটকে সাধনা আহমেদ
•    শিশুসাহিত্যে রফিকুর রশীদ
•    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার
•    বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ
•    বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী
•    আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো
•    ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

সম্মাননা স্মারকের পাশাপাশি নির্বাচিত প্রত্যেকে তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close