জাতীয়রাজনীতি

বরিশালে ছাত্র ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় বরিশাল নগরীর দক্ষিণ সদর রোডে কেন্দ্রিয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র ফেডারেশন নেতারা। পরে সংগঠনের জেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ-সম্পাদক শারমিন শ্রুতি ও দপ্তর সম্পাদক জান্নাত নিপু সহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। কর্মসংস্থানের লক্ষ্যে উৎপাদনমুখী শিক্ষা ও শিল্পায়ন গড়ে তুলতে হবে। জাতীয় সম্পদ ও জনগণের স্বার্থ রক্ষার রাজনৈতিক তৎপরতা গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close