জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে নেতৃত্বে রেখে গণসংহতি আন্দোলনের ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
২৯, ৩০ ও ৩১ অক্টোবর ৩ দিন ব্যাপি গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩ দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে। এ সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা, সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে আলোচনা-পর্যালোচনা শেষে নতুন কমিটি গঠন করা হয়। ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন। দলের নির্বাহী কমিটিতে ৭ সদস্যের রাজনৈতিক পরিষদ, ৭ সদস্যের সম্পাদকমন্ডলী এবং ৭ জনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়।