নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের ’ত্রি-বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) ফতুল্লার পঞ্চবটিস্থ এ্যাভানচারল্যান্ড পার্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনকে আরো গতিশীল ও কার্যকর করতে নাফিজ আশরাফকে সভাপতি ও রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নাফিজ আশরাফ (এনটিভি), সহ-সভাপতি আশিকুর রহমান হান্নান (জিটিভি), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি), যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন রতন (বাংলা টিভি), কোষাধ্যক্ষ আতাউর রহমান (বিটিভি), কার্যকরি সদস্য খন্দকার শাহ আলম (সিএনএন বাংলা টিভি), কার্যকরি সদস্য শরীফ উদ্দিন সবুজ (নারায়ণগঞ্জ টিভি), কার্যকরি সদস্য আমির হুসাইন স্মিথ (যমুনা টিভি), কার্যকরি সদস্য বুলবুল আহমেদ সোহেল (৭১ টিভি), সদস্য হাবিবুর রহমান হাবিব (এশিয়ান টিভি), আনোয়ার হাসান (আরটিভি), মকবুল হোসেন (মাইটিভি), জি এম শহিদুল ইসলাম (এশিয়ান টিভি), সৈয়দ সিফাত আল লিংকন (আনন্দ টিভি), শেখ ফরিদ (৭১ টিভি), আব্দুল্লাহ আল মামুন (মাইটিভি), মাহফুজুর রহমান (বিটিভি), হাসান মজুমদার বাবুল (বাংলা টিভি) ও মাজহারুল ইসলাম (আনন্দ টিভি)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল (সার্কেল-ক), র‌্যাব-১১’র সিইও এর পক্ষে লে: কমান্ডার মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদ,

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close