সোনারগাঁও

সোনারগাঁওয়ের কাজিরগাঁওয়ে ছুটির দিনে ঘুড়ি উৎসবের বিশাল আয়োজন

সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মো: সোহাগ রনির উদ্যোগে সুন্দর একটি আয়োজন করা হয়েছে। এই আয়োজন সম্পন্ন করতে মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হাজী নুরুল আলম, নাজমুল খান শান্ত, রানা খান, আদনান ফয়সাল, আরিফ তারা অক্লান্ত পরিশ্রম করেন।

আজ শুক্রবার বিকালে কাজীরগাও এলাকায় লাল দলের হাতে পুরস্কার তুলে দেন হাজী শাহ মো সোহাগ রনি ও নুরুল আলম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ খাসি উপহার দেন।

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাজিরগাও উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দ বিরাজ করেছে এবং লাল- কালো ঘুড়ি উড়েছে। উৎসব শুরুর দু-এক দিন আগেই এসব ঘুড়ি কিনে রেখেছিলেন শিশু-কিশোর, তরুণরা নিজের ঘুড়িকে সবচেয়ে উপরে তোলার প্রতিযোগিতার সঙ্গে ঘুড়ি কাটাকাটির লড়াইয়ে বেশি আনন্দ পায়। ফাল্গুনীর শেষে বাংলাদেশসহ পুরো উপমহাদেশেই বসন্তসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়।

তারপর গানবাজনার অনুষ্ঠান দিয়ে বিজয়ের পর সন্ধ্যায় সেই উৎসবই পরিণত হয় আলোর খেলায়। অন্যান্যবারের মতো শুক্রবার এ উৎসব উউদযাপন পন করা হয়। বেলা চারটার দিকে কাজিরগাও ঢুকতেই দেখা গেল, আকাশজুড়ে ঘুড়ির মেলা।

এদিকে লাল দল ও কালো দল অংশগ্রহণ করেন। লাল দলের ৩৯ টি ঘুড়ি কাটা যায় এদিকে কালো দলের ৫৫টি কাটা গিয়ে বিজয় লাভ করেন লাল দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close