নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ৩৮৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন
সিদ্ধিরগঞ্জে৩ হাজার ৮৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মাহমুদুল হাসান মিঠু (৩১), মোঃ রফিকুল ইসলাম রফিক (২১) ও মোঃ মঞ্জুর আলম (৩৪) ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বন্ধু কাউন্টারের সামনে নাবিলা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহমুদুল হাসান মিঠু মাদারীপুরের শিবপুর থানার চকিদার কান্দি এলাকার কাদির আকন্দের ছেলে, রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার গোপালপুরের নুর ইসলামের ছেলে ও মঞ্জুর আলম কক্সবাজারের চকরিয়া থানার সোসাইটি পাড়ার আবুল হোসেনের ছেলে । এরমধ্যে মাহমুদুল হাসান মিঠু ঢাকার বাড্ডা ও রফিকুল ইসলাম সাভাবে বসবাস করে ।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।