জাতীয়

থার্টি ফাস্ট নাইটে প্রশাসনের নির্দেশনা না মানলে শাস্তি

বছরের শেষ দিনে প্রথম প্রহরের মাধ্যমে নতুন বছরের স্বাগত জানানো যেনো একটা ভিন্ন আনন্দের মুহুর্ত। বর্ষবরণের এ রাতকে ঘিরে বাঙ্গালীদের যে কত আয়োজন তার কোনো শেষ নেই। নতুন বছরকে স্বাগত জানাতে রাত ১১টা থেকে মানুষের মধ্যে একটি আলাদা উত্তেজনা কাজ করে। কনসার্ট, নাচ-গান, ফানুস উড়ানো, পটকা ফুটানো, আতশবাজি, কেক কাটাসহ নানা আয়োজন থাকে এই দিনটি ঘিরে।

তবে থার্টি ফাস্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ ঘিরে নারায়ণগঞ্জের সার্বিক দিক বিবেচনা করে, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জননিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। কেই এই নির্দেশনা না মানলে তাকে আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এ সময় নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে নতুন বছর ২০১৩ এর অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ্য করা হয়, ১. আসন্ন খাটি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য রাস্তা ও ফ্লাইওভারসহ উন্মুক্ত স্থানসমূহে কনসার্ট, নাচ-গানের আয়োজন থেকে বিরত থাকা;

২. উচ্চরে গাড়ীর হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটর বাইক চালানো থেকে বিরত থাকা।

৩. ভুভুজেলা বাশি বাজানো, ফানুস উড়ানো, পটকা ফুটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকা।

৪. বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন না করা।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলায় যানজট নিরসনে এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানের রাস্তায় পুলিশ চেক পোস্ট বসানো হবে। জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের নির্মিত নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় সকলকে সচেতনতার সহিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পক্ষের সহযোগিতার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লিখিত অপরাধসমূহ সংঘটিত হলে অপরাধীকে দণ্ডবিধি, ১৮৬০ তার ১৮৮ ধারাসহ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close