জেলা/উপজেলানারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

নাসিক নির্বাচন ২০২১; সিদ্ধিরগঞ্জে ০৬টি ওয়ার্ডে আলোচনায় যেসব প্রার্থীরা

বজ্রধ্বনি রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আর এক বছরেরও কম সময় বাকি রয়েছে। কারন এরই মধ্যে এই সিটি করপোরেশনের মেয়াদ চার বছর অতিক্রম করেছে এবং এখন চলছে পঞ্চম বছর। এই বছরের ডিসেম্বরে শেষ হবে মেয়াদ। তারপর আবার নির্বাচন। আর মেয়াদ শেষ হওয়ার ০৩ মাস আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে আবারও সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা পুনরায় প্রস্তুতি নিতে শুরু করেছেন।এরই মাঝে এই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ ওয়ার্ডেই বর্তমান কাউন্সিলররা জয়ী হবেন। তবে কয়েকটি ওয়ার্ডে চ্যালেঞ্জের মুখে পড়বেন কাউন্সিলররা। তবে ২৭টি ওয়ার্ডের মাঝে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের ছয় কাউন্সিলর। এরা হলেন ৬নং ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর ও নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি দলীয় বর্তমান কাউন্সিলর জিএম সাদরিল, নাসিক ০৪ নং ওয়ার্ডের আরিফুল হক হাসান, ৫নং ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর আলী হোসেন আলা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং ১০নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন। খোঁজ নিয়ে জানা গেছে, নাসিক ৬নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক কাউন্সিলর মতির বিপরীতে রয়েছেন আওয়ামীলীগ দলীয় আরেক প্রার্থী জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল। এ ওয়ার্ডে নির্বাচনে মতি-সিরাজ দু’জনই বেশ আলোচিত ও চিরপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে নির্বাচনে বিএনপি সমর্থিত হবার সম্ভাবনে রয়েছে জেলা শ্রমিকদলের সভাপতি আসলামের। সম্পর্কে তিনি সিরাজ মন্ডলের আপন চাচাতো ভাই। আসলাম নির্বাচনে প্রার্থী হলে বেকায়দায় পড়বেন সিরাজ মন্ডল যা ভোটের মাঠে বিশাল ব্যবধানে জয়ের পথে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির পথকে সুগম করে দিবে বলে মনে করছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অন্যদিকে নাসিক ৭নং ওয়ার্ডে কাউন্সিলর আলী হোসেন আলার বিপরীতে বিএনপি বা আওয়ামীলীগ থেকে কোনো বড় মাপের প্রতিদ্বন্দ্বী নেই বিধায় এবার ফাঁকা মাঠে গোল দিয়ে তিনি জয়ী হতে পারেন। অপরদিকে, কাউন্সিলর রুহুল আমিন মোল্লার নির্বাচনী নাসিক ৮নং ওয়ার্ডে চারদিকে উন্নয়নের ছোঁয়া। দুই মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়ে উন্নয়নকাজ ত্বরান্বিত করে ভোটারদের মন জয় করেছেন। আর এ ওয়ার্ডে নির্বাচনে তাঁর বিপরীতে বড় প্রতিদ্বন্দ্বী নেই। উল্লেখ্য, এ ছয় জনই তাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। সব সময়ই তারা জনগনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেছেন। তাই এবারও তারা জয়ী হবেন বলে জানিয়েছেন তাদের এলাকার ভোটাররা।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close