বিজ্ঞানলেখা-পড়াস্বাস্থ্য বার্তা
ন্যাশনাল ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫-এর প্রথম ধাপ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু)-এর উদ্যোগে আয়োজিত **‘ন্যাশনাল ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫’**–এর প্রথম ধাপ আজ অনলাইনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের বিভিন্ন ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় **২৪০ জন শিক্ষার্থী** এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
অলিম্পিয়াডের প্রথম ধাপটি সম্পূর্ণভাবে **অনলাইন ভিত্তিক এমসিকিউ (MCQ) পরীক্ষা** হিসেবে আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা ফিজিওথেরাপি সম্পর্কিত বিভিন্ন একাডেমিক ও ক্লিনিক্যাল জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু হবে খুব শিগগিরই।
বাপসু’র সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, *“এই আয়োজনের মাধ্যমে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি এবং পেশাগত সচেতনতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য।”*
উল্লেখ্য, ন্যাশনাল ফিজিওথেরাপি অলিম্পিয়াড প্রতি বছর নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় মানের প্রতিযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।


