আন্তর্জাতিক

‘ইসরাইলের ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা করছে ভারত’

ভারতের করা হামলায় ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এই সব ড্রোন ইসরাইলি হারপ ক্যাটাগরির বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে। ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ‘পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরাইলি হারপ ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি ড্রোন গুলি করে নামায় পাকিস্তানের সামরিক বাহিনী। পরে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভারতের পাঠানো ইসরাইলি হারপ ড্রোনগুলোকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এই ড্রোন ধ্বংসে পাকিস্তান ‘সফট-কিল’ ও ‘হার্ড-কিল’ কৌশল ব্যবহার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close