খেলাধুলাজাতীয়বিনোদন

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে বরিশাল

টস জিতে বল করতে নেমে ফরচুন বরিশালকে ১৪৩ রানে আটকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশালের কাছে ৯ রানে হেরে যায় কুমিল্লা। এতেই প্রথম কোয়ালিফায়ার জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের টিকিট কাটে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তুলতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১৪৩/৮; (মুনিম ৪৪, গেইল ২২, শান্ত ১৩, সাকিব ১, জিয়াউর ১৭, তাওহিদ ১, ব্রাভো ১৭, সোহান ১১, মুজিব ৬*, রানা ০*); (নাহিদুল ১-০-১৬-০, মোস্তাফিজ ৪-০-২৮-০, নারিন ৪-১-১৬-১, তানভির ৪-০-৩৩-১, মঈন ৪-০-২৩-২, শহিদুল ৩-০-২৫-৩)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯.৩ ওভার; ১৩০/৬; (লিটন ৩৮, জয় ২০, ইমরুল ৫, ডু প্লেসিস ২১, মঈন ২২, নারিন ১৭, অংকন ১, নাহিদ ১*, শহিদুল ০*); (মুজিব ৪-০-৩৩-২, শফিকুল ৪-০-১৬-২, সাকিব ৪-০-২৭-০, ব্রাভো ৪-০-২৬-১, রানা ৩-০-১৩-২, শান্ত ১-০-১৩-০)

ফলাফল: ফরচুন বরিশাল ৯ রানে জয়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close