অপরাধনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর
নারায়ণগঞ্জের হাজিগঞ্জ কিল্লা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের হাজিগঞ্জ কিল্লা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে অন্তত ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয়। এখন লাশের পরিচয় শনাক্ত ও অটো রিকশা উদ্ধারে কাজ করছে পুলিশ।
নিহত অটোরিকশা চালকের নাম আসিফ ওরফে অন্তর। সে শারীরিক প্রতিবন্ধী ছিল। ফতুল্লা মাসদাইর আল আমিন মসজিদের পাশের একটি গ্যারেজে থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতেন। আর ভবঘুরে হিসেবে জীবন যাপন করতেন।
লাশ পড়ে থাকতে দেখে সকালে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি লাশ উদ্ধার করেছে এবং পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।
উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান লাইভ নারায়ণগঞ্জকে জানান, লাশের গায়ে অন্তত ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, অটোছিনতাইকারীরা তাকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের কার্যক্রম চলছে। পরিবারের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।