বিনোদন
ডেঙ্গু আক্রান্ত নায়িকা শাহনূর
ডেঙ্গু আক্রান্ত হলেন নায়িকা শাহনূর। সম্প্রতি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এই নায়িকা। তিনি জানান, ডেঙ্গুর লক্ষণ থাকায় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।
এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।
তিনি জানান, বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছেন তিনি।
২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন সৈয়দা কামরুন নাহার শাহনূর। সিনেমায় অভিনয় ছাড়াও টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন শাহনূর। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি। শাহনূর অভিনীত ‘লীলা মন্থন’, ‘হবারতো হবেই প্রেম’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।