জাতীয়
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও কর্মসংস্থান দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সরকার সর্বোচ্চ চিকিৎসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন বলেন, গুরুতর আহতদের প্রয়োজনে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেবে সরকার। তাদের চিকিৎসার ব্যাপারটি অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যোগ্যতা অনুযায়ী আন্দোলনে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করবে বলে জানান তিনি। সবারই পুণর্বাসনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পঙ্গু হাসপাতালের বিভিন্ন তলায় চিকিৎসা নেয়া আহতদের ঘুরে ঘুরে দেখেন তিনি।
এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।তারা যেন সুচিকিৎসা পান সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। ধৈর্য্য সহকারে আহতদের কথা শোনেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং বাংলাভিশনের হেড অব নিউজ ডক্টর আব্দুল হাই সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন।