সিলেট বিভাগ
কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে আজ (২৬জুন) মৌলভীবাজারের কমলগঞ্জে।
দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম ভজন কৈরী।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মাহাবুবুল আলম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াদৌস হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ। এছাড়া শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।