বিনোদন

তুফান সিনেমার টিকেট না পেয়ে মধুমিতা হলে ভাঙচুর

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাকে ঘিরে মুক্তির পর থেকেই অন্যরকম এক উন্মাদনা কাজ করছে ভক্তদের মাঝে। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমা। ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা উপভোগ করতে দর্শকরা এতোটাই মুখিয়ে আছেন যে টিকেট না পেয়ে রাজধানীর মধুমিতা সিনেমা হলে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শক।

মঙ্গলবার (১৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হলে ‘তুফান’ সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয়।

অধিকাংশ দর্শকের অভিযোগ, কাউন্টারে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে,অনেকক্ষণ অপেক্ষা করেও টিকেট না পেয়ে বেশ কয়েকজন দর্শক একত্র হয়ে হলের অভ্যন্তরে ঢুকে তাণ্ডব শুরু করে। এ সময় লাথি দিয়ে হলের দরজা ভাঙেন কয়েকজন উত্তেজিত দর্শক। ঢিল ছুড়ে ভাঙা হয় দরজার গ্লাস। ছিঁড়ে ফেলা হয় দেয়ালে সাঁটানো পোস্টার, ভেঙে ফেলা হয় পোস্টার বোর্ড।

এ সময় ‘তুফান’ সিনেমা দেখতে আসা দর্শকেরা অভিযোগ করেন, অনেক দিন ধরেই মধুমিতা সিনেমা হলে টিকিট কালোবাজারি হয়ে আসছিল। গত সোমবার ‘তুফান’ সিনেমার মুক্তি হওয়ার পরপরই টিকিট বিক্রি হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬টার শো দেখার জন্য মধুমিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয়। দর্শকদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্ল্যাকে বিক্রি হচ্ছিল ‘তুফান’-এর টিকিট।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের নির্ধারিত আসনের তিনগুণ দর্শক এসেছেন হলে। এত দর্শকের চাপ সামাল দেওয়া যায়নি।’ তিনি কয়েকজন ইউটিউবার দর্শকদের মারমুখী হতে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন।

প্রসঙ্গত, মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে কালোবাজারিদের কাছে টিকেট বিক্রি করে দেয়ার এই অভিযোগ নতুন নয়।গত ঈদুল আজহায় শাকিব খান’র “প্রিয়তমা” সিনেমা চলাকালীন এই একই অভিযোগ দর্শকের কাছে থেকে এসেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close