বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পোস্ট হজ এর প্রথম ফ্লাইটের আগমন এবং জমজম পানি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২২ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৫:৪০ মিনিটে পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ৩৩২ ফ্লাইটে ৪১৯ জন হজ যাত্রী বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে। এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পোস্ট ফ্লাইট অপারেশন্স এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। আগত হজ যাত্রীদের বিমান এর বোডিং গেইটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেক হজ যাত্রীকে বিমান এর পবিত্র জমজমের পানি বিতরণ করা হয়।
উল্লেখ্য, এবছরে প্রি-হজ এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৭টি ফ্লাইটে ৪০৯৬৭ জন হজ যাত্রী পরিবহন করে। পোস্ট হজ এ বিমান ১২৫ টি ফ্লাইটের মাধ্যমে উক্ত যাত্রীদের বাংলাদেশে পরিবহন করবে। মদিনা থেকে ৩৪ টি ফ্লাইট পরিচালিত হবে, এর মধ্যে মদিনা-চট্টগ্রাম এ ৯ টি ফ্লাইট, মদিনা-সিলেট ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে মোট ৯১ টি ফ্লাইট পরিচালিত হবে, এরমধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২ টি ফ্লাইট, জেদ্দা-সিলেট-ঢাকা ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। প্রি-হজের ফ্লাইট এর ন্যায় পোস্ট হজে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।