সিলেট বিভাগ
কমলগঞ্জে কম্বাইন হারভেষ্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাপিত বোরো ধানের সমলয় চাষাবাদ (Synchronized Cultivition) ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেষ্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে সোমবার ২০ মে সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুর রহমানসহ সাংবাদিক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।