অপরাধ
ডাকাতির মামলার মোবাইল উদ্ধার করতে গিয়ে নৌ পুলিশের হাতে ইয়াবাসহ একজন গ্রেফতার
ডাকাতির মামলার মোবাইল উদ্ধার করতে গিয়ে ৯৭৬ পিস ইয়াবাসহ শাহীন (২৮) নামে একজন গ্রেফতার করেছে নৌ পুলিশের সদস্যরা। বন্দর থানা ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন বন্দর থানা ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার নূর মোহাম্মদের ছেলে।
উল্লেখ যে, গত ৩১ মার্চ নৌ পথে ডাকাতির ঘটনায় বন্দর থানায় একটি মামলা (নং-৪২) হয়। ঐ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মোবাইল উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে অভিযান চালাতে গিয়ে ৯৭৬ পিস ইয়াবাসহ শাহীনকে গ্রেফতার করে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, গত ৩১ মার্চ নৌ পথে ডাকাতির ঘটনায় বন্দর থানায় একটি মামলা (নং-৪২) হয়। ঐ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মোবাইল উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় শাহীনের কাছ থেকে মোবাইলনটি উদ্ধার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় বন্দর থানায় একটি মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে।