সারাদেশ
ছবি তুলতে গিয়ে নৌকার হাল ছাড়লেন মাঝি, বাল্কহেডের ধাক্কায় একজনের মৃত্যুসহ নিখোঁজ ৮
কিশোরগঞ্জের ভৈরবে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও আট জন।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরবের মেঘনা রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নেমে অজ্ঞাত পরিচয়ের এক মরদেহ উদ্ধার করে।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন ২১ জন যাত্রী। কিছুদূর যেতেই এক মহিলা যাত্রীর অনুরোধে মাঝি হাল ছেড়ে ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে দিলে সঙ্গে সঙ্গেই নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠে। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস স্পিড বোটে এসে একটি মরদেহসহ আট জনকে উদ্ধার করে।ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নৌপুলিশের সহায়তায় উদ্ধার অভিযানে নেমে এক মহিলার মরদেহসহ আট জনকে উদ্ধার করি। এখনো নিখোঁজ রয়েছেন আরও আট জন। অন্ধকারে কিছু দেখা না যাওয়াতে রাতের মতো আমরা উদ্ধার তৎপরতা স্থগিত করেছি, ভোর থেকে আবার শুরু হবে উদ্ধার তৎপরতা।ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নৌপুলিশের সহায়তায় উদ্ধার অভিযানে নেমে এক মহিলার মরদেহসহ আট জনকে উদ্ধার করি। এখনো নিখোঁজ রয়েছেন আরও আট জন। অন্ধকারে কিছু দেখা না যাওয়াতে রাতের মতো আমরা উদ্ধার তৎপরতা স্থগিত করেছি, ভোর থেকে আবার শুরু হবে উদ্ধার তৎপরতা।