কুমিল্লা
ভৈরবে নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ভৈরবে নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে আল-আমিন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে
ভৈরবে নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে আল-আমিন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ভৈরবপুর উত্তরপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন কমলপুর গাছতলাঘাট আব্দুস সালাম মিয়ার ছেলে।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আল-আমিনকে। এ বিষয়ে নিহতের বড় বোন মুন্নি বলেন, ‘প্রথম রোজা থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ করতে গেলে থানার ওসি সফিকুল ইসলাম ও এসআই নাজমুল আমাদের লিখিত অভিযোগ নেননি। বরং তারা আমাদের গালাগালি করে থানা থেকে বের করে দেন।’