আন্তর্জাতিক

বর্বরতা থামাতে ইসরায়েলকে হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ

ইসরায়েলের অপ্রতিরোধ্য বর্বরতা থামাতে এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বেসামরিক ক্ষয়ক্ষতি বন্ধে আদালতের নির্দেশনা মানতে ইসরাইলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিজে।

প্যারিস সফরে যাওয়া জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ’র সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইসরাইলের বর্বরতা প্রসঙ্গে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ। বলেন, ইসরাইলের গোলাবর্ষণ আর সেনা অভিযানে মানবিক এক বিপর্যয়ের মুখে পড়েছে রাফাহ্। ইসরাইলকে সতর্ক করে তিন বলেন, এই হামলা অবিলম্বে বন্ধ না হলে ইতিহাসের মোড় ঘোরানো এক পরিস্থিতি ভোগ করবে ইসরাইল।

দু’টি আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে ওই অঞ্চলের সংকট সমাধানে ইসরাইল ও বিশ্ব নেতারা আগ্রহী না হলে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেয়াকে আর বিবৃতকর বা নিষিদ্ধ বিষয় মনে করবে না ফ্রান্স। এদিকে, রাফায় অভিযান বন্ধের হস্তক্ষেপ চেয়ে দক্ষিণ আফ্রিকার আবেদনে একটি বিবৃতি দিয়েছে আইসিজে।

কঠোর কোন বক্তব্য না দিলেও সম্প্রতি আদালতের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। গাজা ও পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের নৃশংস হামলা অব্যাহত থাকায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা এরইমধ্যে ২৮ হাজার সাতশ’ ছাড়িয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close