Uncategorized

২১ ফেব্রুয়ারি ঘিরে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, ব্যানার-ফেস্টুন, মিছিল নিষেধ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তার স্বার্থে ব্যানার-ফেস্টুন বহন করা এবং মিছিল করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, তবুও শহীদ মিনার কেন্দ্রীক চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধার নিবেদনের পরই খুলে দেয়া হবে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার। তার আগে বার বার ঘুরে ফিরে আসে নিরাপত্তার প্রশ্ন।

তা নির্বিঘ্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই তৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শহীদ মিনারে আসেন ডিএমপি কমিশনার। জানান সামগ্রিক নিরাপত্তার বিষয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিরাপত্তা আর শৃঙ্খলায় নিয়োজিত থাকবে বিএনসিসি আর রোভার স্কাউট।

প্রধানমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে এবারসহ ২১বার পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সেই দুর্লভ ছবি নিয়ে শহীদ মিনার এলাকায় একটি প্রদর্শনীও করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close