স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার নাযেরা বিভাগের উত্তীর্ণ সাতজন ছাত্রকে গতকাল (১০ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৩টায় হিফয সবক প্রদান করা হয়েছে।
মাদরাসার নতুন ক্যাম্পাস খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪তলা) দারুল কুআনের পরিচালক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হিফয সবক প্রদান করেন দীর্ঘ চার দশকের হিফয বিভাগের উস্তাদ ও সাতক্ষীরা জেলা সদরের উলুমুল কুরআন তাহফিজ মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয ইয়াসীর আরাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া হাফিজিয়া মাদরাসার পরিচাল হাফেয ক্বারি আমির হুসাইন।
এসময় তাড়াইল দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব মুফতি হাসান আহমাদ, মাদরাসাতুল আতহার দামিহা বাজারের সহকারী শিক্ষক হাফেয ক্বারি মিজানুর রহমান, দারুল কুরআনের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, হাফেয হোসাইন আহমাদ, হাফেয মো. আনোয়ার হোসেন, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমাদসহ অভিভাবক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।