আন্তর্জাতিক
ফিলিস্তিনে ইহুদি বসতিস্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ
ইসরায়েলি সেনাদের ছত্রছায়ায় ফিলিস্তিনে ইহুদি বসতিস্থাপনকারীদের হামলা ও হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে, ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার আবেদন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।
এমন অবস্থায় বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজার শরণার্থী শিবিরসহ একাধিক বেসামরিক অবস্থানে প্রাণঘাতি হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে গত ছয়মাসে গাজায় ইসরায়েলের আগ্রাসনে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৩৪ হাজারের কাছাকাছি পৌছেছে।
এদিকে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এবিষয়ে আগামী বৃহস্পতিবারের ভোটের আগে একমত হতে পারেননি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি। সূত্র: ওয়াশিংটন পোস্ট