সোনারগাঁও

মুছাপুরের বাজুরবাগ হইতে বারপাড়া লাঙ্গলবন্ধ রাস্তা পরিদর্শন করলেন মাহমুদুল হাসান শুভ

 

মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ হইতে বারপাড়া লাঙ্গলবন্ধ পর্যন্ত নতুন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো: মাকসুদ হোসেনে।

আজ (২৭শে এপ্রিল) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এই নতুন রাস্তার উদ্ভোদন করেন। উক্ত রাস্তাটি হওয়ায় এলাকাবাসী সকলের মাঝে খুশির বার্তা বয়ে এনেছে। কেননা এ রাস্তাটি হওয়ায় হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।

বিগত বছরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে চেয়ারম্যান মো: মাকসুদ হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা মুছাপুর বাসীর জন্য সর্বদাই প্রস্তুত এখানে উন্নয়নের কোনো ঘাটতি হয়নি কোনো দিন এবং সামনে ও হবে না। আপনারা আমাদের পাশে থাকবেন আমরা মুছাপুর ইউনিয়ন একটি উন্নত ইউনিয়ন হিসেবে আপনাদের উপহার দিবো। আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন আপনাদের জন্য আরো বেশি বেশি উন্নয়ন মূলক কাজ করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান পুত্র জনাব মাহমুদুল হাসান শুভ নতুন রাস্তাটি পরিদর্শন করেন।

তাছাড়া সাথে ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব কাজী মনির হোসেন, ৪ নং ওয়ার্ডের মেম্বার মাহবুবুর রহমান, সমাজ সেবক সাইদ হোসাইন অন্তর, সমাজ সেবক তাওলাদ হোসেন সহ আরো অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close