কক্সবাজার
কক্সবাজারে উখিয়া ক্যাম্পে পুড়লো ২০০ রোহিঙ্গার ঘর
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীস্থ ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন অন্তত দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যাম্পে ডি-৩ ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে ৪ টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, তানজিমারখোলা এলাকার এই ক্যাম্পটিতে বড় একটি বাজার রয়েছে যেখান থেকে ১৩, ১৪ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের প্রায় লক্ষাধিক রোহিঙ্গা নিজেদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে থাকে।
গত শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় এই বাজারের পাশেই বি/৩ ব্লকে আগুনে পুড়েছিল ২৩০ টি ঘর। সর্বশেষ আজ আবারো আগুনে পাশ্ববর্তী আরেকটি ব্লকে আগুনে পুড়ে যায়।এতে হতাহতের খবর পাওয়া যায়নি।