চট্টগ্রামজাতীয়নির্বাচনী হালচালরাজনীতি
চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন
চট্টগ্রাম নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ ভোর পাঁচটার দিকে নিশ্চিন্তাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। স্থানীয়র লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার বলেন, প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালায় কিছুটা ভাঙা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান দিয়ে কেউ আগুন দিয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেছেন।