সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী শিশু নিখোঁজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ড থেকে মাহিদুর রহমান মাহি (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ মাহিদুর রহমান মাহি নাসিক ৬নং ওয়ার্ডের আইলপাড়া সুমিলপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। ছেলেটি কথা বলতে পারে না তবে মাহী বলে ডাক দিলে জবাব নিতে সক্ষম সে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ প্রতিবন্ধী সন্ধান পায়নি তার স্বজনেরা। হারানোর সময় তার পড়নে ছিলো কালো গেঞ্জির ওপর হুডি ও নেভী ব্লু থ্রি কোয়ার্টার প্যান্ট।

নিখোঁজের দিন খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার নিখোঁজ মাহির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। যার নং- ১৬০।

নিখোঁজ শিশু মাহির পিতা ওমর ফারুক জানান, আমার ছেলে কথা বলতে না পারলেও তাঁকে কেউ নাম ধরে মাহি বলে ডাকলে সে বুঝতে পারে এবং জবাব নেয়। নিখোঁজের পর আমার ছেলেকে সর্বশেষ ফতুল্লা থানাধীন চর কাশিপুরের খিল মার্কেট এলাকায় দেখা গিয়েছে বলে এক ব্যক্তি ছবিসহ পোস্ট দিলে তাঁর সাথে যোগাযোগ করা হলে তার থেকেও আমার ছেলে মাহি পুনরায় হারিয়ে যায়।

হতদরিদ্র পরিবারের এ মানসিক প্রতিবন্ধী শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৬৭৩৩৫৯৭১৯ এই নম্বরে সন্ধান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ওমর ফারুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close