সাহিত্যসিলেট বিভাগ
কমলগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
কমলগঞ্জ পৌরসভার আয়োজনে বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।