নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
অবরোধেও ডিপো থেকে নির্বিঘ্নে তেল সরবরাহে ভূমিকা রাখছেন জাহিদ হোসেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচিতেও বিমান চলাচলে অতিপ্রয়োজনীয় জ্বালানি তেল জেট এ ওয়ান তেল নারায়ণগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে পৌঁছে দিতে জ্বালানি তেলবাহী গাড়ির নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরলসভাবে সহযোগিতা করে চলেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন।
দেশব্যাপী চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে জ্বালানি তেল পরিবহনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেল পরিবহন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিবিসির নির্দেশনা অনুযায়ী আলহাজ্ব জাহিদ হোসেন এবং গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী কমিউনিটি পুলিশিং কমিটি ও টার্মিনাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বিঘ্নে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে তেল পৌঁছাতে সহায়তা করে যাচ্ছেন।
এবিষয়ে আলহাজ্ব জাহিদ হোসেন বলেন, আমাদের গোদনাইল পদ্মা ডিপো থেকে বিমানের জ্বালানি তেল জেট-১ বিমানবন্দরে পরিবহন করা হয়। কোনো কারণে বিমানের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বড় সংকট তৈরি হবে। এজন্য জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, অবরোধে সবচেয়ে বিপাকে পড়ে আমাদের শ্রমিকরা। আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করছে। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না, তারা ক্ষমতার লোভে সন্ত্রাসী হয়ে গেছে। এটা রাষ্ট্রের ওপর আঘাত, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এদের প্রতিহত করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির অগ্নিসন্ত্রাসীদের নির্মূলে আমরা বদ্ধপরিকর। তাঁদের এ অবৈধ হরতাল অবরোধ আমরা মানি না, মানবো না।