নারায়ণগঞ্জরাজনীতি
অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
দেশব্যাপী বিএনপির ডাকা নবম দফায় অবরোধের সমর্থনে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে শহরে অবরোধ সমর্থনে মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময়ে বিক্ষোভ মিছিল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা ঘোষিত নির্বাচন তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেয়।