নারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লায় কুতুবপুরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মাদক নির্মূলে মাঠে নামলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।  বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে কুতুবপুরের শাহীবাজারে অনুষ্ঠিত মাদক বিরোধী সভা থেকে তিনি মাদকের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দেন।

তিনি বলেন, যুব সমাজকে বাঁচাতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এব্যাপারে পুলিশ, সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা কামনা করেন।

সেন্টু বলেন, আমাদের সমাজকে আমাদেরই ভালো রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক দূর করা কঠিন কিছু না।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং মেম্বার বাবুলের সভাপতিত্বে এবং সাংবাদিক মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি (আইসিপি) মাহবুব।
এসময় বক্তব্য রাখেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদার, জামাল উদ্দিন বাচ্চু, দীন ইসলাম প্রমুখ। সভা শেষে শাহীবাজার ব্রীজের পাশে গড়ে ওঠা মাদকের দু’টি স্পট উচ্ছেদ করে দেয়া হয়।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close