খেলাধুলা

লিওনেল স্কালনির বিদায়ী ইঙ্গিত

সময়ের সেরা কোচ এবং সফল কোচ লিওনেল স্কালনি৷ তার অধিনে ৩৬ বছর পর বিশ্বকাপের ছোয়া পেয়েছে আর্জেন্টাইনরা। গতকাল ব্রাজিলের ম্যাচের পর সে নিশ্চিতভাবে কিছু না বললেও একটি বিদায়ী ইঙ্গিত দেয় আর্জেন্টাইন হেড কোচ।

তিনি ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানায় “সকল ধরনের সম্ভাব্য এবং প্রতিভা আছে এমন কোচ আর্জেন্টিনা দলে প্রয়োজন। এখন আমি কি করবো এটা নিয়ে ভাবার প্রয়োজন। খেলোয়াড়রা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। বিদায়ের কথা বলছি না। কিন্তু আমাদের প্রত্যাশার আশাটা অনেক উচু তাই আমার ভাবতে হবে। আর এভাবে চালিয়ে যাওয়া ও জয়ের পথে থাকাটাও অনেক কঠিন

স্কালনি আরো বলেন – খেলোয়াড়রা আমার কাজটা অনেক কঠিন করে তুলেছে। আমার এখন ভাবতে হবে তারপর আমি ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্লেয়ারদের সাথে কথা বলবো।

এসব বক্তব্যের মধ্য দিয়ে তার বিদায়ী ইঙ্গিত পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close