চট্টগ্রামজাতীয়

দৈনিক ন্যায়ের আলোর সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলমের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় অজ্ঞাত দুর্বিত্তরা দৈনিক ন্যায়ের আলোর সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল-জাহিদ (৩৬) এর উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। দৈনিক ন্যায়ের আলো পরিবার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে দৈনিক বজ্রধ্বনি ডটকমের সম্পাদক ও প্রকাশক শাহাদাত হোসেন তৌহিদ বলেন, এই হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। পেশায় প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ দৈনিক ন্যায়ের আলোর সম্পাদক ও প্রকাশক। তিনি মানুষের অধিকার আদায়ের মাঠ পর্যায়ে একজন সক্রিয় কর্মী ও সংগঠক। তিনি অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের হিউম্যান রাইটস ডিফেন্ডার। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মানবাধিকার, গণতন্ত্র, সু-বিচার প্রতিষ্ঠায় তিনি কাজ করছেন।

এছাড়াও আহত জাহিদুল আলম আল-জাহিদ গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব।

তার মতো একজন নিবেদিত সমাজকর্মী ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার উপর হামলা প্রমাণ করে দেশজুড়ে চরম ফ্যাসিবাদী গুন্ডাতন্ত্র চলছে। মানুষের কন্ঠরোধ করার জন্য সমস্ত রকমের আয়োজন করা হয়েছে। আমরা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে অপরাধীদের বিচার দাবী করেছি।

এদিকে হামলার শিকার প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ জানান, “আমি স্বাভাবিক কাজেই বের হয়েছিলাম, বাংলাবাজার স্টপেজ এ নেমে লিংক রোডের দিকে হেঁটে যাচ্ছিলাম আনুমানিক ১.৩০’র দিকে। হুট করে অজ্ঞাতনামা কয়েকজন এসে আমাকে বিএনপি জামাতের এজেন্ট বলে পুলিশে ধরিয়ে দিতে চায়। আমি নিতান্ত ভদ্রভাবেই তাদেরকে বুঝানোর চেষ্টা করি। এক পর্যায়ে তারা আমাকে মারধর করা শুরু করে এবং শারীরিকভাবে উপর্যুপরি আঘাত করতে থাকে ; মাথায় অসংখ্য ঘুষি এবং চেহারায় আঘাত করে। এরপরে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। তারা কে বা কারা ছিলো, আমি কিছুই বলতে পারি না।”

স্থানীয়দের মতে, “হঠাৎ করে সংঘবদ্ধভাবে ১০/১২ জন দুর্বৃত্ত এসে একজনের উপরে অতর্কিত হামলা চালায়। সে সময় তারা ‘বিএনপি জামাত এজেন্ট’ বলে চেঁচামেচি করে ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। লোকজন জড়ো হওয়ায় তারা পালিয়ে যায়।” আহত প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদের ডান পাশে বুকের নিচে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close