অপরাধচট্টগ্রাম

বায়েজিদ লিংক রোডে গণসংহতি আন্দোলন নেতার উপরে অতর্কিত হামলা, আহত ১

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় এক ব্যক্তির উপর অজ্ঞাত দুর্বিত্তরা সংঘবদ্ধ হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টা নাগাদ এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহত ব্যক্তির নাম ইঞ্জিনিয়ার জনাব জাহিদুল আলম আল-জাহিদ (৩৬)। তিনি পেশায় প্রকৌশলী। এছাড়াও তিনি গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব।

হামলার শিকার সেই গণসংহতি আন্দোলন নেতা দৈনিক ন্যায়ের আলোকে জানান, “আমি স্বাভাবিক কাজেই বের হয়েছিলাম, বাংলাবাজার স্টপেজ এ নেমে লিংক রোডের দিকে হেঁটে যাচ্ছিলাম আনুমানিক ১.৩০’র দিকে। হুট করে অজ্ঞাতনামা কয়েকজন এসে আমাকে বিএনপি জামাতের এজেন্ট বলে পুলিশে ধরিয়ে দিতে চায়। আমি নিতান্ত ভদ্রভাবেই তাদেরকে বুঝানোর চেষ্টা করি। এক পর্যায়ে তারা আমাকে মারধর করা শুরু করে এবং শারীরিকভাবে উপর্যুপরি আঘাত করতে থাকে ; মাথায় অসংখ্য ঘুষি এবং চেহারায় আঘাত করে। এরপরে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। তারা কে বা কারা ছিলো, আমি কিছুই বলতে পারি না।”

স্থানীয়দের মতে, “হঠাৎ করে সংঘবদ্ধভাবে ১০/১২ জন দুর্বৃত্ত এসে একজনের উপরে অতর্কিত হামলা চালায়। সে সময় তারা ‘বিএনপি জামাত এজেন্ট’ বলে চেঁচামেচি করে ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। লোকজন জড়ো হওয়ায় তারা পালিয়ে যায়।” আহত নেতার ডান পাশে বুকের নিচে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close