বিনোদন

আইরা তাহসানকে ‘বাবা’ ও সৃজিতকে ‘আব্বু’ ডাকে: মিথিলা

সঙ্গীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এক সময় ছিলেন দেশের শোবিজ অঙ্গনের সুখী দম্পতি। আইরা নামের একটি কন্যাসন্তান রয়েছে তাদের। কিন্তু সেই সুখ নষ্ট হয়ে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।
এরপর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। মেয়ে আইরাকে নিজের সঙ্গে রেখেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন মিথিলা। তিনি বলেন, বিবাহবিচ্ছেদ হলেও মেয়ে আইরার কথা চিন্তা করেই তাহসানের সঙ্গে আমার যোগাযোগ ছিল।

সৃজিতের সঙ্গে মায়ের বিয়ের ব্যাপারটা মেয়ে আইরা স্বাভাবিক ভাবেই নিয়েছে বলেও জানান মিথিলা। এ নিয়ে মিথিলা বলেন, ‘আইরার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। আইরা সৃজিতকে ‘আব্বু’ ডাকে আর তাহসানকে ডাকে ‘বাবা’। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি।’

২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান মিথিলা। জুটি হিসেবে ভক্তদের কাছেও হয়ে উঠেছিলেন ব্যাপক জনপ্রিয়। আইডল কাপল হিসেবেও খ্যাতি কুড়িয়েছিলেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close