সিদ্ধিরগঞ্জ

রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটি নামের এক সামাজিক সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২০ সালে আজকেই এই দিনটিতে “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে অজস্র প্রাণ”এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিষ্ঠিত এ সামাজিক সংগঠনটি গত ৩ বছরে রক্তদান ছাড়াও বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বিভিন্ন এতিমখানায় বাচ্চাদের মাঝে ইফতার পালনসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির সভাপতি মুকতাদির হোসেন হৃদয় বলেন, প্রথমেই আমাদের সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। করোনা মহামারীর এক ঝঞ্ঝা-বিক্ষুব্ধ উত্তাল সময়ে আমাদের পথচলা শুরু হয়। অগ্রযাত্রার পুরোটা সময় আমরা স্বেচ্ছায় রক্তদান করতে নিরলসভাবে কাজ করে গেছি। গত ৩ বছরে আমাদের সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ৭২৭ ব্যাগ রক্তদান করা হয়েছে। শুধু স্বেচ্ছায় রক্তদানই নয়, মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ঈদ উপহার প্রদান, দুস্থদের জন্য খাদ্য সংস্থান, অনাথ শিশুদের মাঝে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণসহ নানা সেবামূলক কাজ করেছি।
আমাদের স্বেচ্ছাসেবীদের অবারিত অংশগ্রহণ এবং শুভানুধ্যায়ীদের অকৃপণ আশীর্বাদ আলোকপানে রক্তিম পরিবারের এ অদম্য অভিযাত্রাকে করেছে আরও বেগবান। অতীতের মতো রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির আগামীতেও আপনাদের অব্যাহত সমর্থনে ধন্য হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close