সারাদেশ

নরসিংদীতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ৪

নরসিংদীর কাউরিয়া পাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাজিদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়া পাড়া বাউলপাড়ায় ঘাট দখল নিয়ে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ কাউরিয়া পাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close