সিদ্ধিরগঞ্জ
হজ যাত্রীদের নির্বিঘ্নে বিমান চলাচলে জ্বালানি তেল সরবরাহে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত
চলতি বছরের হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার (৯ মে) শুরু হচ্ছে। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে সঠিক সময়ে পবিত্র হজ পালন করতে মক্কায় যেতে পারেন এবং হজ শেষে আপনজনের কাছে ফিরে আসতে পারেন সেজন্য বিমানের জ্বালানি তেল জেট এ-১ পরিবহন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ মে) গোদনাইল পদ্মা ডিপোতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের উপ মহাব্যবস্থাপক আসিফ মালিক, উপ মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মীর মোঃ ফখরউদ্দিন, গোদনাইল পদ্মা ডিপোর ব্যবস্থাপক অপারেশন্স পেয়ার আহাম্মদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ডিপো ইউনিটের অন্তর্ভুক্ত কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মো: রাজিব হাসান, বাংলাদেশ ট্যাংকলরী পদ্মা ডিপো টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক মো: নাজিম প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন।