সারাদেশ

ভৈরবে বাসস্ট্যান্ড বাজারের নামকরণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত

 রাফি তালুকদার : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর-মিরারচর বাসস্ট্যান্ড বাজারের নামকরণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক আহত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৮ ঘটিকায় মাইকে ঘোষণা দিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। এ সময় মিরারচর গ্রাম ও আকবরনগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় গ্রামবাসীর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয় বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আকবরনগর গ্রামের মোবারক হোসেন, হাসান আলী, আশারাফ উদ্দিন, মাছুম, দুলাল ও মিরারচর গ্রামের আনোয়ার হোসেন, ফারুক মিয়া, মুর্শিদ, শাহ আলম, সেলিম, রনি, মানিক মিয়া, সুমন, বাছির, সাগর, সফিকুল, প্রমুখ। আহদের মধ্যে অনেকেই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ১০ জুলাই সড়ক ও জনপথ বিভাগ ক্যান্টিলিভার সাইনবোর্ডে আকবর নগর বাজার লিখার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ করে ওই দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় বাসস্ট্যান্ডের দুই পাশে থাকা অন্তত ২০টি দোকান লুটপাট ও প্রায় ৫০টি দোকান ভাঙচুরের অভিযোগ উঠে। সেই সময়ও বেশ কয়েকজন আহত হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close