জাতীয়নির্বাচনী হালচালবরিশাল বিভাগরাজনীতি
আবুল খায়ের আব্দুল্লাহ বরিশালের মেয়র নির্বাচিত
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ।
নৌকা প্রতীকে আবুল খায়ের ৮৭ হাজার ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। তাদের ভোটের ব্যবধান ৫৩ হাজার ৪০৮।
সকালে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আওয়ামী লীগের মেয়র পদ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চমৎকার পরিবেশ, খুব ভালো ভোট হচ্ছে সব জায়গায়। ইনশাআল্লাহ আমরা আশাবাদী।’
সকাল ৮টা ১০ মিনিটে নগরের রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করিম।
এসময় তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে ভোটের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। যদি প্রশ্নবিদ্ধ ভোট হয়, তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, রিট করব, আন্দোলন করব।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে।
এছাড়াও কয়েকটি কেন্দ্রের সামনের কাউন্সিলর প্রার্থীদের মুখোমুখি অবস্থানের কারণে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়ে যায়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।
প্রসঙ্গত, বরিশাল সিটির ১২৬টি ভোটকেন্দ্রে এবারই প্রথম ইভিএমে ভোটগ্রহণ হয়। এ সিটিতে ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।