আন্তর্জাতিকখেলাধুলা
পিএসজি ছাড়ছেন মেসি
এবারের মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়তে পারেন- এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা এলো। পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের নিশ্চিত করেছেন, মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে মেসির।
২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। চুক্তি ছিল দুই বছরের। প্রথম দিকে মানিয়ে নিতে সময় লাগলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে থিতু হয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে করেছেন ২১ গোল, করিয়েছেন ২০ গোল।
মেসি যে পিএসজিতে থাকছেন না সেটা এসব ঘটনাতেই অনেকটা পরিস্কার হয়ে যায়। অবশ্য পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, শেষ বেলায় উষ্ণ অভিনন্দনই পাবেন মেসি। বলেছেন, ‘আমি আশা করছি যে সে উষ্ণতম অভিনন্দনই পাবে। এ বছর সে দলের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে ছিল। সব সময়ই তাকে দলে পেয়েছি। আমি মনে করি না, তার বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্য আর সমালোচনা ঠিক ছিল। সে সব সময়ই দলের প্রয়োজনে ছিল। পুরো মৌসুমে তার সঙ্গ পাওয়াটা সম্মানের ও সৌভাগ্যের ছিল।’