আইন ও অধিকারনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নিখোঁজের প্রায় তিন মাস পর মাথাবিহীন মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ মাস ২০ দিন পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক ডোবা থেকে তুহিন মিয়া (১৭) নামের কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১০ মার্চ) বন্দরের পশ্চিম কেওঢালা এলাকা থেকে ধামগড় ফাঁড়ির পুলিশ ওই লাশ উদ্ধার করে। নিহত তুহিন পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। তিনি রাজশাহীর তানোর থানার গকুল গ্রামের রকিবুল ইসলামের ছেলে।

তুহিন ও তার মা শাহিনা স্থানীয় রিপন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। মা শাহিনা পার্শ্ববর্তী অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করেন।

শাহিনা বেগম জানান, ৪ মাস যাবত তারা বন্দরের পশ্চিম কেওঢালা এলাকার রিপন মিয়ার বাড়িতে ভাড়া থাকছেন। ছেলে তুহিন ঠিকাদার শরিফ মিয়ার অধীনে কেওঢালা এলাকার জাহাঙ্গীরের বোনের বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করত। দুই মাস বিশ দিন আগে তুহিন সকালে কাজে যায়। আর বাসায় ফিরে নাই।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে ডোবায় স্থানীয় ৫-৬ জন শিশু মাছ ধরতে নামে। এ সময় গলিত লাশ দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে তিনি গেঞ্জি পরা ছেলের লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধামগড় ফাঁড়ির পুলিশ ডোবা থেকে গলিত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা হত্যা করেছে এ ব্যাপারে নিহত তুহিনের পরিবার কিছুই বলতে পারছে না। তবে তদন্তের পর রহস্য উদঘাটন করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close