খেলাধুলা

আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে না সাকিব অনিশ্চিত ওয়ানডেও

ঈদের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্টে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও অনিশ্চিত। তবে চোট কাটিয়ে ওয়ানডে সিরিজে এই অলরাউন্ডারকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার সাংবাদিকদের নান্নু বলেন, ‘ব্যাক টু ব্যাক সিরিজ নিয়ে আমরা চিন্তা করছি। আফগানিস্তান সিরিজে তিনটা ফরম্যাটেই আমরা খেলব। এটা নিয়ে এখন আমরা দল ঘোচানোর কাজ করছি। বিশ্বকাপ নিয়ে এখন কিছু বলতে পারব না। কারণ এখনো চার মাস বাকি। এর আগে অনেকগুলো সিরিজ আছে। আমার মনে হয়, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আমরাই একমাত্র দেশ, যাদের এখন থেকেই বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে। ব্যাক টু ব্যাক সিরিজ, খেলোয়াড়দের ফিটনেস, পারফরম্যান্স বিবেচনা করে তারপর বিশ্বকাপের দল তৈরি করতে হবে।’

আগামী ১৪ জুন মিরপুরে মাঠে গড়াবে একমাত্র টেস্ট। তার আগে ২৩ তারিখে দল ঘোষণা করবে বিসিবি। ২৯ তারিখ শুরু হবে অনুশীলন। নান্নু বলেন, ‘আঙুলের ইনজুরির জন্য অধিনায়ককে (সাকিব) পাওয়ার সম্ভাবনা নেই (টেস্টে)। সে হিসেবে আমরা কিছুটা সমস্যায় আছি। আশা করছি ওয়ানডে ফরম্যাটে সে ফিরে আসবে। যাদের দলে নেব, তাদের প্রতি আত্মবিশ্বাস আছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা গুরুত্বপূর্ণ। একটা টেস্ট ম্যাচই। আমরা সেরা খেলাটা খেলার চেষ্টা করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close