খেলাধুলা

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন কাজী সালাউদ্দিন

সাংবাদিকদের উদ্দেশ্যে কটূক্তি করার কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ বাফুফেতে সংবাদ সম্মেলন শুরুর আগে কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের বিষয়ে কাজী সালাউদ্দিন আপত্তিকর কথা বলছিলেন। এর কিছুক্ষণ পরই একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তার দাবি, কাউকে আঘাত করার উদ্দেশ্যে তিনি ওসব কথা বললেনি।

ঘটনার শুরু সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে। আজ মঙ্গলবার বাফুফে ভবনে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। তার আগে তিনি সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথাও বলেন। সাধারণত সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা তাদের হাতে থাকা রেকর্ডার যন্ত্রগুলো চালু করে দেন। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে!

বাফুফে সভাপতির এই বক্তব্য রেকর্ড করে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম। এর কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় ক্ষমা চান কাজী সালাউদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close